সোমবার,

০৬ জানুয়ারি ২০২৫,

২৩ পৌষ ১৪৩১

সোমবার,

০৬ জানুয়ারি ২০২৫,

২৩ পৌষ ১৪৩১

Radio Today News

আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না, ইউনিভার্সিটি-হোটেলেও ছিল: সাখাওয়াত হোসেন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১৫, ৩ জানুয়ারি ২০২৫

আপডেট: ২২:২০, ৩ জানুয়ারি ২০২৫

Google News
আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না, ইউনিভার্সিটি-হোটেলেও ছিল: সাখাওয়াত হোসেন

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না, ইউনিভার্সিটিতে ছিল, হোটেলে ছিল, ব্যক্তিগত বাড়িতেও ছিল। আপনারা শুধু এক জায়গার কথা জানেন। বাকি কথা জানেন না। অচিরেই হয়তো জানতে পারবেন।

শুক্রবার দুপুর ১২টায় খুলনার সরকারি সুন্দরবন আদর্শ কলেজের সুবর্ণজয়ন্তী ও ৫৬ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, যতদিন আমরা থাকি, চেষ্টা করবো মানুষ ও দেশের জন্য কিছু করার। দেশটা এমন তছনছ হয়ে গেছে যে ঠিক করা ভেরি ডিফিকাল্ট (খুব কঠিন), শুধু আমাদের জন্য না, আগামীতে যারা সরকারে আসবে তাদের জন্যও। সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই দেশে এমন চুরি হয়েছে যে এই চুরিকে আমি সাগর চুরি বলি না, প্রশান্ত মহাসাগরের মতো চুরি হয়েছে। 

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে প্রায় ২ হাজার তরুণ জীবন দিয়েছেন। আমরা সবাই তাদের এই অবদানকে স্বীকার করি। আমাদের তরুণ প্রজন্ম যে ত্যাগ স্বীকার করেছে এটা আপনারা বৃথা যেতে দেবেন না। এখনও সন্ত্রাস, চাঁদাবাজি এগুলো হচ্ছে। অনুরোধ করবো, সমাজে যারা নেতৃস্থানীয় আছেন তারা চাঁদাবাজি প্রতিহত করুন। কারণ অনেক হয়ে গেছে, আর এর জন্যই দেশের আজ এই অবস্থা।

তিনি আরও বলেন, এক সময় খুলনা নগরীতে মোংলা বন্দরের অফিস ছিল। আমদানিকারক, শিপিং এজেন্টসহ সবার প্রয়োজনে আবার এই অফিসটি খুলনা নগরীতে ফিরিয়ে আনতে হবে। মোংলা বন্দর খুলনার বন্দর, এটিকে বাঁচিয়ে রাখা ও আরও কার্যকর করার দায়িত্ব আপনাদের সবার। মোংলা বন্দরে কন্টেইনার টার্মিনাল নির্মাণ না হলে বন্দরটির পূর্ণ বিকাশ হবে না, এক্ষেত্রে উদ্যোগ নেওয়া হচ্ছে। ট্যারিফ কমিয়ে আমদানিকারকদের এ বন্দর ব্যবহারে আরও আগ্রহী করে তুলতে হবে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের