সোমবার,

০৬ জানুয়ারি ২০২৫,

২৩ পৌষ ১৪৩১

সোমবার,

০৬ জানুয়ারি ২০২৫,

২৩ পৌষ ১৪৩১

Radio Today News

অতীতে ঐক্য গড়তে ব্যর্থতার কারণে দেশ বার বার সংকটে পড়েছে: ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৩৬, ৩ জানুয়ারি ২০২৫

Google News
অতীতে ঐক্য গড়তে ব্যর্থতার কারণে দেশ বার বার সংকটে পড়েছে: ফখরুল

পরস্পর বিরোধে না জড়িয়ে ঐক্যের মাধ্যমে গণতান্ত্রিক ও শান্তিময় বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে দিনাজপুরে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ‘অতীতে ঐক্য গড়তে ব্যর্থতার কারণে দেশ বার বার সংকটে পড়েছে।’

চলমান রাজনৈতিক প্রসঙ্গ উঠে আসে বিএনপি মহাসচিবের বক্তব্যে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ গত ১৬ বছর দেশে একতরফা অপশাসনের মাধ্যমে সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বিদেশে ২৮০ বিলিয়ন ডলার পাচার করে দেশের সামগ্রিক অর্থনীতকে ধ্বংস করা হয়েছে।’ 

মির্জা ফখরুল বলেন, ‘২৪-এর গণবিপ্লবের পর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের নতুন যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা কাজে লাগাতে হবে।’ সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ঐক্যের মাধ্যমে দেশ গড়তে সবাইকে আহ্বান জানান তিনি। 

মুখে গণতন্ত্রের কথা বললেও প্রকৃতভাবে গণতন্ত্রের চর্চা না থাকায় বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি বলেও এ সময় মন্তব্য করেন মির্জা ফখরুল। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের