বিদ্যুতের ক্যাপাসিটি চার্জে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১ লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক সভায় টুকু বলেন, রুপপুর প্রকল্প থেকে দুর্নীতির মাধ্যমে ৫০০ মিলিয়ন ডলার পাচার করেছে আওয়ামী লীগ। উন্নয়নের নাম করে লুটপাট করেছে তারা।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিদ্যুৎ খাতের পুরো বিষয়টি রিভিউ করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
রেডিওটুডে নিউজ/আনাম