শনিবার,

০৪ জানুয়ারি ২০২৫,

২১ পৌষ ১৪৩১

শনিবার,

০৪ জানুয়ারি ২০২৫,

২১ পৌষ ১৪৩১

Radio Today News

ছাত্রশিবিরের কাউন্সিল পাতানো ও নাটকপূর্ণ: ছাত্রদল সম্পাদক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৮, ১ জানুয়ারি ২০২৫

Google News
ছাত্রশিবিরের কাউন্সিল পাতানো ও নাটকপূর্ণ: ছাত্রদল সম্পাদক

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কাউন্সিলকে ‘পাতানো’ এবং ‘নাটকপূর্ণ’ হিসেবে মন্তব্য করেছেন। তার দাবি, শিবিরের কাউন্সিলে নেতৃত্ব নির্বাচনের বিষয়টি পূর্বনির্ধারিত ছিল এবং সব কিছু আগে থেকেই পরিকল্পিত ছিল।

মঙ্গলবার, ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাছির এ অভিযোগ করেন। তিনি বলেন, শিবিরের কাউন্সিল ছিল সম্পূর্ণ পাতানো। কারা নেতৃত্বে আসবে, সেটি আগেই ঠিক করা ছিল।

ছাত্রদলের সাধারণ সম্পাদক আরও বলেন, ইসলামী ছাত্রশিবির প্রকাশ্যে রাজনীতি করতে চায় না। তাদের রাজনীতি গোপন তৎপরতার মাধ্যমে চলে, যা সবসময়ই গোপনে চলে।

এদিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে জাহিদুল ইসলাম সভাপতি নির্বাচিত এবং নুরুল ইসলাম সেক্রেটারি জেনারেল মনোনীত হন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের