জুলাই গণঅভ্যুত্থানে যারা সিনা টান টান করে দাঁড়িয়েছেন বুলেটের সামনে, যাদের ত্যাগে পালিয়েছে স্বৈরাচার। তারাই এখন অনলাইন-অফলাইনে হুমকি-ধমকি ও হামলার শিকার হচ্ছেন। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকেই। তবে, সমন্বয়করা মনে করছেন হামলায় ভীত না হয়ে হতে হবে সচেতন। সেইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার দাবি জানান তারা।
ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের সাদমান সাকিব, আন্দোলনে ছিলেন অগ্রভাগে। জানান, নিয়মিত পাচ্ছেন হত্যার হুমকি। এ অবস্থায় আতঙ্কে দিন কাটছে তার।
সৈয়দ সাদমান সাকিব বলেন, তারা নানাভাবে আমাকে পোস্ট, ম্যাসেজ এমনকি থার্ড-পার্টির মাধ্যমে হুমকি দিচ্ছেন। তারা বলছেন, আমি যা করছি সেসব ঠিক না।
জুলাই আন্দোলনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জসীম উদ্দিন। চোখ হারান পুলিশের গুলিতে। জানান, নানা ধরনের হুমকিতে অজানা ভয় তাড়িয়ে বেড়ায় তাদের।
জসীম উদ্দিন খান বলেন, ফেসবুকের একটি ভুয়া আইডি থেকে হুমকির শিকার হয়েছি। আলামিন নামে এক ছাত্রলীগের সেক্রেটারির কিছু হলেও তাকে দায়ী করা হবে বলেও হুমকি দেয়া হয়। এসব হুমকিতে আতঙ্ক কাজ করছে বলে জানান জসীম।
হুমকি মিলছে দেয়াল লিখনেও। সম্প্রতি বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক আহসান হাবিব আবু সায়েমের বাড়ির দেয়ালে লেখা হয় ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’। নিজ বাড়ির দেয়ালে হত্যার এমন হুমকিতে আতঙ্কিত হয়ে পড়েছেন সায়েম ও তার পরিবারের সদস্যরা।
আহসান হাবিব আবু সায়েম বলেন, আজকে আমাকে হত্যার হুমকি দিয়েছে। আগামীতে অন্য কাউকে দেবে
এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতন হবার তাগিদ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা। তিনি বলেন, এ মুহূর্তে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাটা গুরুত্বপূর্ণ। যেভাবে করে আওয়ামী লীগ একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে, রীতিমতো জঙ্গি স্টাইলে হামলার ভয় দেখাচ্ছে। সেই আতঙ্কটা যেন সত্যিতে পরিণত না হয় সেটার জন্য টার্গেট করে তাদের গ্রেপ্তার করতে হবে।
গুপ্তহত্যা আর গুপ্তহামলার অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম জানান, আন্দোলনকারীদের নিরাপত্তায় কাজ করছেন তারা।
এ ছাড়া যেকোনো অপরাধ ঠেকাতে প্রশাসনকে সহযোগিতা করার কথা বলেন আইজিপি।
রেডিওটুডে নিউজ/আনাম