আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘বিগত ১৫ বছরে জ্ঞানের রাজ্যে অনাচার চলেছে, এমনকি জেনোসাইড চালানো হয়েছে।’ সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদে আয়োজিত ননফিকশন বই মেলার সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
সরকারি দপ্তরগুলো শেখ মুজিব ও হাসিনা পরিবারের বইয়ে ভরা উল্লেখ করে তিনি বলেন, ‘যেসব বইয়ে নেই কোনো গবেষণা, রয়েছে শুধু নামমাত্র বই।’
আসিফ নজরুল বলেন, ‘জুলাই বিপ্লব জ্ঞান চর্চার সেই ভঙ্গুর অবস্থা থেকে সঠিক জ্ঞান চর্চার সুযোগ করে দিয়েছে।’
অনুষ্ঠানে চারগুণী লেখককে পুরস্কার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন লেখক প্রকাশসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।