বৃহস্পতিবার,

০২ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

০২ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

Radio Today News

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাসিনার প্রতিকৃতিতে ‘গণজুতা নিক্ষেপ’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:০৫, ৩০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৭:০৯, ৩০ ডিসেম্বর ২০২৪

Google News
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাসিনার প্রতিকৃতিতে ‘গণজুতা নিক্ষেপ’

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ সোমবার ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর উদ্যোগে অনন্য প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনার পলায়নের পর যে গ্রাফিতি জনতার প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছিল, সিটি করপোরেশন প্রশাসন পরশু সেটা মুছে ফেলে। এর প্রতিবাদে আজ শিক্ষার্থীরা একই স্থানে শেখ হাসিনার প্রতিকৃতি পুনরায় অঙ্কন করেন এবং গণজুতা নিক্ষেপের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

ঢাকা মেট্রোরেলের ওই স্তম্ভ, যেখানে এই প্রতিকৃতি অঙ্কিত হয়েছিল, জনতার কাছে ইতোমধ্যেই তা ‘ঘৃণা স্তম্ভ’ হিসেবে পরিচিতি লাভ করেছে। ছাত্রসংগঠনগুলোর এই কর্মসূচি গণহত্যাকারী হাসিনার বিরুদ্ধে তীব্র ঘৃণার বার্তা হিসেবে কাজ করছে।

আয়োজকরা বলেন, ‘এই কর্মসূচি একটি প্রতীকী প্রতিবাদ, যা হাসিনার ১৬ বছরের দমন নিপীড়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে তার খুনি চরিত্রকে তুলে ধরছে।’

শিক্ষার্থীদের এই কর্মসূচি শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাবদ্ধ ছিল।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের