রোববার,

২৯ ডিসেম্বর ২০২৪,

১৫ পৌষ ১৪৩১

রোববার,

২৯ ডিসেম্বর ২০২৪,

১৫ পৌষ ১৪৩১

Radio Today News

দীর্ঘদিন পর মানুষ দিনের আলোতে ভোট দেবে: ধর্ম উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩২, ২৮ ডিসেম্বর ২০২৪

Google News
দীর্ঘদিন পর মানুষ দিনের আলোতে ভোট দেবে: ধর্ম উপদেষ্টা

২০২৫ সালের শেষে অথবা ২০২৬ সালের শুরুতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ইঙ্গিত দিয়ে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড.  আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জনগণের অধিকার কেড়ে নিয়ে আগামীতে কোনও নির্বাচন রাতের আলোতে আর হবে না। নির্ভয়ে জনগণ দিনের আলোয় তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করা হবে।

তিনি বলেন, দীর্ঘদিন পর মানুষ দিনের আলোতে ভোট দেবে। দেশের মানুষকে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তী সরকার নিরলস কাজ করে যাচ্ছে।

শনিবার দুপুর ১টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আবু হুরায়রা দাখিল মাদ্রাসা মাঠে শীতার্তদের মাঝে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, সম্প্রতি সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। সচিবালয়ে যে নথিপত্র আছে সেগুলো সারা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এসব নথিপত্র পুড়িয়ে দেওয়া নিন্দনীয় কাজ। এ ঘটনায় ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

তিনি বলেন, ইতোমধ্যে তদন্ত কমিটির সদস্যরা কাজ শুরু করেছে। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টে কেউ যদি দোষী সাব্যস্ত হয়, সে যেই হোক না কেন বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের