রোববার,

২৯ ডিসেম্বর ২০২৪,

১৫ পৌষ ১৪৩১

রোববার,

২৯ ডিসেম্বর ২০২৪,

১৫ পৌষ ১৪৩১

Radio Today News

খালেদা জিয়া ও তারেক রহমানের নির্বাচনে অংশ নিতে বাধা নেই

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:১৬, ২৮ ডিসেম্বর ২০২৪

Google News
খালেদা জিয়া ও তারেক রহমানের নির্বাচনে অংশ নিতে বাধা নেই

সব মামলা নিষ্পত্তি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শুক্রবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

আসাদুজ্জামান বলেন, দণ্ডপ্রাপ্ত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে আপাতত সব মামলা নিষ্পত্তি হওয়ায় খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্বাচনে অংশগ্রহণে আইনি বাধা নেই।

তিনি আরও বলেন, শেখ হাসিনার নির্মম পরিণামের পর তার পাশে দলের কেউ দাঁড়াতে সাহস পাচ্ছেন না। যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল, সংবিধান কেটেছিঁড়ে মানুষের অধিকার ভূলুণ্ঠিত করেছিল, তারা ইতিহাসের খলনায়ক হিসেবে চিহ্নিত হয়েছে।

ছায়া সংসদে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে চিরদিন ক্ষমতায় রাখার অসৎ উদ্দেশ্যে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন। এ জন্য বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার এবং বিচার এখন সময়ের দাবি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের