শনিবার,

২৮ ডিসেম্বর ২০২৪,

১৪ পৌষ ১৪৩১

শনিবার,

২৮ ডিসেম্বর ২০২৪,

১৪ পৌষ ১৪৩১

Radio Today News

গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক নির্বাচন: মির্জা ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৪৭, ২৭ ডিসেম্বর ২০২৪

Google News
গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক নির্বাচন: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক নির্বাচন। আমরা বারবার বলছি, একটি গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যেটুকু দরকার সে সংস্কারটুকু করে নির্বাচনে যেতে চাই। আমরা নির্বাচনের কথা বলছি কেন? ড. আলী রীয়াজ বলছেন, সবাই বলছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার নির্বাচন হচ্ছে প্রধান ফটক।

শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের প্রধান সমস্যাটা কোথায়? আমাদের প্রধান সমস্যা এই দেশে কখনো গণতান্ত্রিক চর্চায় হয়নি। এখানে সংস্কৃতিই গড়ে উঠেনি। এখানে গণতান্ত্রিক একটা সংস্কৃতি যদি গড়ে না ওঠে তখন বারবার বলতে হবে যে আপনাকে এটা করতে হবে, ওটা করতে হবে। এটা ডেমোক্রেসি, এটা এভাবে করতে হবে। চর্চা ছাড়া এই জিনিসগুলো কিন্তু গড়ে উঠবে না।

তত্ত্বাবধায়ক সরকারের হাতে বিএনপি তিনটি নির্বাচন করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এর মধ্যে একটা নির্বাচন কিন্তু আরেকটা নির্বাচন থেকে ভালো হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার মানুষ গ্রহণ করেছে। মানুষ এটাকে অত্যন্ত জরুরি মনে করেছে। আমরা যদি তখন রাষ্ট্রপতি শাসনে চলে যেতাম তখন সেটা মানুষ কিন্তু গ্রহণ করতো না।

তিনি বলেন, জনগণকে বাদ দিয়ে কোনও কিছু করায় সম্ভব হবে না। জনগণকেই তৈরি করতে হবে আপনাকে। আজকের যে প্রক্রিয়াটা চলছে সেটাকে আমি স্বাগত জানাই। কমিশনগুলোকে অনুরোধ করবো আপনারা জনগণের সঙ্গে ইন্টারেকশনের ব্যবস্থা রাখবেন। যত বেশি সময় যাবে আমাদের কাছে মনে হয় সমস্যাগুলো আরও বাড়বে। আমাদের সমস্যা ত অন্য জায়গায়। আপনি এগুলো ইমপ্লিকেশন করবেন কীভাবে? আপনার প্রশাসন, আপনার সরকারি মেশিনারি তো এখনও পুরোপুরিভাবে ফ্যাসিবাদের মধ্যে আছে।

তিনি আরও বলেন, আমরা ২০১৬ সালে ডকুমেন্টারি বের করেছি, যেখানে রাজনৈতিক সংস্কারের কথা বলা ছিল। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষা করা, প্রধানমন্ত্রী যেন ২ বারের বেশি না হতে পারেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছিলাম। পরে ২০২২ সালে প্রথমে ১২ দফা, এরপর সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ৩১ দফা দিয়েছি। দীর্ঘ দুই বছর আলোচনা করেছি। অনেকের সঙ্গেই তখন কথা বলে এগুলো করেছি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের