গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, সচিবালয়ের ৭ নম্বর ভবনের আগুন দুর্ঘটনা নয়, পরিকল্পিত অগ্নিকাণ্ড। এলজিআরডি এবং ডাক ও টেলি যোগাযোগ উপদেষ্টার কক্ষে গত সরকারের দুর্নীতির অনেক আলামত সংরক্ষিত ছিল। এ ঘটনা থেকে সরকার শিক্ষা নিতে পারে।
বৃহস্পতিবার সচিবালয়ের পুড়ে যাওয়া ভবন পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, এখনই সময় সরকারি নথিপত্র ডিজিটালাইজ করার এবং মান্ধাতা আমলের যন্ত্রপাতি থেকে বেরিয়ে ফায়ার সার্ভিসে আধুনিক সরঞ্জাম সংযুক্ত করার।
এসময় তিনি আগের মতো সময়ক্ষেপন না করে দ্রুত সুষ্ঠু তদন্ত প্রতিবেদন জমা দেবার তাগিদ দেন।