শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

Radio Today News

নথি চাওয়ার পরেই সচিবালয়ে আগুন জনমনে সন্দেহ তৈরি করেছে: রিজভী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৭, ২৬ ডিসেম্বর ২০২৪

Google News
নথি চাওয়ার পরেই সচিবালয়ে আগুন জনমনে সন্দেহ তৈরি করেছে: রিজভী

সরকারের তরফ থেকে গতকাল গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পর রাতেই সচিবালয়ে আগুন লাগায় জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ ঘটনা তদন্তে নিরপেক্ষ লোক দিয়ে উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আহ্বানও জানান তিনি।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

রিজভী আরও বলেন, গোয়েন্দা সংস্থা দিয়ে কোনো রাজনৈতিক দল গঠন করা হলে জনগণ মেনে নিবে না এবং সেই দল গণতান্ত্রিক দল হিসেবে গণ্য হবে না।

একই সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি কাউকে প্রতিপক্ষ মনে করে না, যার বিএনপিকে ঘায়েল করতে চায় তারা বিএনপির প্রতিপক্ষ হওয়ার যোগ্যতা রাখে না।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের