শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪,

১৩ পৌষ ১৪৩১

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪,

১৩ পৌষ ১৪৩১

Radio Today News

দেশের মানুষ কিছু মৌলিক বিষয়ে সংস্কার চায়: জামায়াত আমির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৬, ২৫ ডিসেম্বর ২০২৪

Google News
দেশের মানুষ কিছু মৌলিক বিষয়ে সংস্কার চায়: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘নির্বাচনের জন্য তিন মাস কিংবা পাঁচ বছর, এমন কোনো সময় আমরা অন্তর্বর্তী সরকারকে বেঁধে দিইনি। আমরা সংস্কারের যৌক্তিক সময় বলেছি। উপদেষ্টারা বিবেকবান মানুষ, তারা বুঝতে পারেন কতটুকু সময় প্রয়োজন।’

বুধবার ঢাকার আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

রাষ্ট্রের মৌলিক সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ জামায়াতে ইসলামী যৌক্তিক সময় দিতে চায় বলে জানিয়ে জামায়াত আমির বলেন, ‘দেশের মানুষ কিছু মৌলিক বিষয়ে সংস্কার চায়। যাতে এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে।’
 
তিনি বলেন, ‘যাতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারে প্রতিনিধি নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে সে কারণে আমরা তাদের যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছিলাম।’

শুধু স্বার্থপরতার কারণে দেশ পিছিয়ে আছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ‘রাজনীতিতে আমরা স্লোগান দিই–আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।

প্র্যাকটিস হলো– দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে আমি বড়।’

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের