বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্যায়ের প্রতিবাদ করতে জানা, অনিয়মকে 'না' বলাই বড় সংস্কার। সরকার প্রধান যদি কাউকে অন্যায়ভাবে জেল দিতে বলেন, সাজা দিতে বলেন আর বিচারক যদি 'না' বলেন, এটিই সংস্কার। ডিসি-এসপিরা যদি মন্ত্রী-এমপির অন্যায় আদেশ না শুনে সঠিক পথে কাজ করে, এটিই সংস্কার।
সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ প্রমুখ।
ছাত্র-জনতার বিজয় যেন হাতছাড়া না হয়: শিমুল বিশ্বাস
ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত অভূতপূর্ব বিজয় যেন হাতছাড়া না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শাসমুর রহমান শিমুল বিশ্বাস। তিনি জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কও।
সোমবার সকালে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে রূপনগর থানাধীন ৬, ৭ ও ৯২ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস এসব কথা বলেন।
রেডিওটুডে নিউজ/আনাম