রোববার,

২২ ডিসেম্বর ২০২৪,

৮ পৌষ ১৪৩১

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪,

৮ পৌষ ১৪৩১

Radio Today News

‘ভারতের বাংলাদেশের হিন্দুদের জন্য কোনও দরদ নেই, সব দরদ শেখ হাসিনা জন্য’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:৫৯, ২২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৮:০০, ২২ ডিসেম্বর ২০২৪

Google News
‘ভারতের বাংলাদেশের হিন্দুদের জন্য কোনও দরদ নেই, সব দরদ শেখ হাসিনা জন্য’

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ভারত সরকারের বাংলাদেশের হিন্দুদের জন্য কোনও দরদ নেই। ভারতের সব দরদ শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য। কারণ শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকলে তারা আমাদের দেশকে ইচ্ছেমতো লুটপাট করতে পারে। আমাদের দেশকে শোষণ ও লুটপাট করতে তখন ভারতের সুবিধা হয়। এজন্যই ভারতের শেখ হাসিনার জন্য এত মায়াকান্না।

শনিবার বিকেলে নাটোর সদরের ছাতনী ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

দুলু বলেন, আমরা বিপদে পড়লে আল্লাহর ওপর ভরসা করি, সব মুসলিম ঈমানদাররা আল্লাহর ওপর ভরসা করেন। আর আমাদের দেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনার ভরসা ভারতের ওপর। শেখ হাসিনা বিপদে পড়লে তার একমাত্র জায়গা ভারত। হাসিনা কাফেরদের দোসর। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বাঁচাতে তাই ভারতীয় মিডিয়া প্রতিদিন মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। শেখ হাসিনা ভারতে বসে বসে আমাদের দেশকে অশান্ত করতে একের পর ষড়যন্ত্র করছেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ তাদের ফেসবুক পেজ থেকে এবং আত্মগোপনে থাকা নেতাদের ফেসবুক পেজ থেকে নিয়মিত মিথ্যা সংবাদ প্রচার করে দেশকে অশান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। দেশের মানুষকে তাদের এসব ষড়যন্ত্র সর্ম্পকে সজাগ থাকতে হবে। যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে একদিন তারাই পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের