শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

Radio Today News

তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের মিছিল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৪০, ২১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৩:৪২, ২১ ডিসেম্বর ২০২৪

Google News
তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা প্রহসনমূলক সব মামলা প্রত্যাহার ও শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের পদবঞ্চিত নেতৃবৃন্দ।

শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর নয়াপল্টনে এ বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি নাইটেংগেল মোড় থেকে শুরু হয়ে ফকিরাপুল হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ছাত্রদের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মারজুক আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক যুগ্ম সম্পাদক মামুন খান, জহিরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন নান্নু, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান নওশেদ, আরিফুর ইসলাম, মনিরুল ইসলাম, নজরুল ইসলাম রাঢ়ি, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক রনি হাওলাদার, সাবেক কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক সাকিব সরদার।

এছাড়াও উপস্থিত ছিলেন, ছাত্রদলের সাবেক সহ-অর্থ সম্পাদক রিয়াদ আহমেদ, সাবেক সদস্য আজাহারুল ইসলাম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন পিয়াস, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন নাঈম প্রমুখ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের