বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

Radio Today News

নতুন রাজনৈতিক বন্দোবস্তে জাতীয় নাগরিক কমিটি পুনর্গঠন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪৪, ১৩ ডিসেম্বর ২০২৪

Google News
নতুন রাজনৈতিক বন্দোবস্তে জাতীয় নাগরিক কমিটি পুনর্গঠন

জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। গত ৯ ডিসেম্বর এক চিঠিকে তারা পুনর্গঠিত কমিটির অনুমোদন করে।  

চিঠিতে বলা হয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রাসারিত করার লক্ষ্যে এবং জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে সমুন্নত রাখতে জাতীয় নাগরিক কমিটি সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে যারা—

আহ্বায়ক: 
নাসীরুদ্দীন পাটওয়ারী 

যুগ্ম-আহ্বায়ক:
১. আরিফুল ইসলাম আদীব
২. আলী আহসান জুনায়েদ 
৩. মনিরা শারমিন
৪. সারোয়ার তুষার 
৫. মানজুর-আল-মতিন
৬. ডা. তাসনিম জারা
৭. ড. আতিক মুজাহিদ
৮. আশরাফ উদ্দিন মাহদি

সদস্য সচিব: 
আখতার হোসেন 

যুগ্ম-সদস্য সচিব:
১. আব্দুল্লাহ আল-আমিন
২. এস এম সাইফ মোস্তাফিজ
৩. রাফে সালমান রিফাত
৪. অনিক রায়
৫. নাহিদা সারওয়ার চৌধুরী
৬. অলিক মৃ
৭. মাহবুব আলম
৮. ডা. মাহমুদা মিতু

মুখপাত্র: 
সামান্তা শারমিন

সহ-মুখপাত্র:
১. সালেহ উদ্দিন সিফাত
২. মুশফিক উস সালেহীন
৩. আরেফীন মোহাম্মদ হিজবুল্লাহ
৪. তাহসীন রিয়াজ
৫. মোহাম্মদ মিরাজ মিয়া

মুখ্য সংগঠক: 
সারজিস আলম 

যুগ্ম-মুখ্য সংগঠক:
১. মো নিজাম উদ্দিন
২. আকরাম হুসাইন সিএফ
৩. এস এম শাহরিয়ার
৪. মোহাম্মদ আতাউল্লাহ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের