বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

Radio Today News

হেলমেট বাহিনীর সেই যুগের অবসান ঘটেছে: ডিএমপি কমিশনার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০৯, ১২ ডিসেম্বর ২০২৪

Google News
হেলমেট বাহিনীর সেই যুগের অবসান ঘটেছে: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হেলমেট বাহিনীর সেই যুগের অবসান ঘটেছে।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) সদস্য সন্তানদের শিক্ষাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, অতীতে কয়েকটি আন্দোলনে সাংবাদিকদের ওপর হেলমেট বাহিনীর হামলার ঘটনা ঘটেছে। সেসব ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছিল কিন্তু সুরাহা হয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সে যুগেরও অবসান ঘটেছে। হেলমেট বাহিনীরও অবসান ঘটেছে।

পেশাগত দায়িত্ব পালন করার ক্ষেত্রে সাংবাদিকদের সঙ্গে অফিসার আচরণ আমরা মারধর গুলির ঘটনাও ঘটে। সেসব ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ সত্ত্বেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। ভবিষ্যতে এ ধরনের ঘটনায় ডিএমপি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা তো সেবা করতে চাই সাংবাদিকদের ওপর হামলা কেন করব? শুধু সাংবাদিক কেন কোনো মানুষকেই তো পুলিশ নির্যাতন করতে পারে না হামলা করতে পারে না।

তিনি বলেন, আমার পুলিশ সদস্য তোর ডিসিপ্লিন থাকবে হামলা মামলা বা কারো সাথে খারাপ আচরণ বা অপেশাদার আচরণ কেন করবে?

তিনি ক্র্যাব সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ রকম কোনো ঘটনা যদি ঘটে থাকে বা ঘটে তাহলে আমার নজরে আনবেন আমি তদন্ত করব, ব্যবস্থা নেব।

আমি ডিএমপি কমিশনার হিসেবে গত জুলাই আগস্টে ধ্বংসযজ্ঞ, নানা ধরনের ক্ষতিকর কার্যাবলীর জন্য ঢাকাবাসীর কাছে আমি ক্ষমাপ্রার্থী।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের আমরা সদস্যবৃন্দ নতুন করে ঢাকাবাসীকে সেবা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। জুলাই আগস্ট এর ঘটনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ায়, ঢাকাবাসীর জীবন ও সম্পদ অনিরাপদ হয়ে যায়। আমি ঢাকাবাসীকে আশ্বস্ত করতে চাই, আমার সহকর্মীদের নিয়ে সবার সহযোগীতায় ঢাকাবাসীর জানমালের হেফাজত করে যাব। ইতোমধ্যে আমি আমার সহকর্মীদের মেসেজ দিতে সক্ষম হয়েছি যে আগের মতো আর ঢাকাবাসী সেবা প্রদানে কার্পণ্য করা যাবে না।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের