বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

Radio Today News

তথ্য উপদেষ্টার বক্তব্য রাজনীতিবিরোধী: মির্জা ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৯, ১২ ডিসেম্বর ২০২৪

Google News
তথ্য উপদেষ্টার বক্তব্য রাজনীতিবিরোধী: মির্জা ফখরুল

রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম যে বক্তব্যে দিয়েছেন, তা রাজনীতিবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমি জানি না, আসলে তিনি কী উদ্দেশ্যে, কেন এটা বলেছেন। কিন্তু তাঁর এই বক্তব্য রাজনীতিবিরোধী। তাঁরা এ ধরনের বক্তব্য রাখবেন- তা আশাও করি না। কারণ, রাজনৈতিক দলগুলো সব সময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে। এই সমর্থনের একটা উদ্দেশ্য হচ্ছে, গণতaন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। সেটার জন্যই আমরা কাজ করছি ১৫ বছর ধরে। আমরা সংগ্রাম, লড়াই করেছি, এটা উনি কী উদ্দেশ্য, কেন বলেছেন, আমি জানি না।’ 

বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্যে দেড় সপ্তাহ সফর শেষে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ-ভারত সংকট আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে: বিএনপির লংমার্চ কর্মসূচি সামনে রেখে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সংকট, সেটির সমাধান কীভাবে হবে, জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আলোচনার মধ্য দিয়ে সংকটের সমাধান হবে। এগোচ্ছে তো।’

বিএনপি সংস্কারের চেয়ে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে, এমন আলোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তা নাকচ করে দেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, এ ধরনের ধারণা সম্পূর্ণ ভুল। আমরা দুই বছর আগে সংস্কারের কথা বলেছি, ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। তারও আগে ২০১৬ সালে আমরা ভিশন-২০২৩ দিয়েছিলাম। আমরা এখনও বলছি, ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দিতে। এজন্য বাংলাদেশে যে সব সমস্যা তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং।

সবাই ধৈর্য ধরবেন, তারেক রহমানের বার্তা: লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের (তারেক রহমান) কাছ থেকে কী বার্তা নিয়ে এসেছেন- এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা হচ্ছে, আপনারা সবাই ধৈর্য ধরবেন। একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ, ফটক- সেই ফটক নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।

যখন সুযোগ হবে তখন চলে আসবেন তারেক রহমান: কবে নাগাদ দেশে ফিরবেন, জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম বলেন, তার যখন সুযোগ হবে, অর্থাৎ মামলা-মোকদ্দমাগুলো শেষ হবে, তখন চলে আসবেন।

১ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম লন্ডন যান। এই সফরে তাঁর স্ত্রী রাহাত আরা বেগমও সঙ্গে ছিলেন। লন্ডনে অবস্থানের সময় মির্জা ফখরুল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কয়েক দফা একান্ত বৈঠক করেন। এ ছাড়া যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের