বৃহস্পতিবার,

১২ ডিসেম্বর ২০২৪,

২৮ অগ্রাহায়ণ ১৪৩১

বৃহস্পতিবার,

১২ ডিসেম্বর ২০২৪,

২৮ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

আগরতলা অভিমুখে বিএনপির তিন অঙ্গসংগঠনের লংমার্চ শুরু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪৬, ১১ ডিসেম্বর ২০২৪

Google News
আগরতলা অভিমুখে বিএনপির তিন অঙ্গসংগঠনের লংমার্চ শুরু

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে লংমার্চ শুরু করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন—ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদল। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর নয়াপল্টন থেকে এই লংমার্চের সূচনা হয়।

নয়াপল্টনে সমাবেশের পর পল্টন-ফকিরাপুল-ইত্তেফাক মোড় হয়ে ফ্লাইওভারে উঠে লংমার্চ যাত্রা শুরু করে। এরপর সাইনবোর্ড, চিটাগং রোড, কাঁচপুর মোড়, তারাবো, ভুলতা, গাউছিয়া, মাধবদী, পাঁচদোনা, ভেলানগর, ইটখোলা হয়ে ভৈরবে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। ভৈরবে পথসভা শেষে লংমার্চ আখাউড়া স্থলবন্দর পর্যন্ত যাবে, যেখানে শেষ হবে এই কর্মসূচি।

লংমার্চ চলাকালে ভৈরব ও আখাউড়া স্থলবন্দরে সমাপনী সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে সংগঠনগুলো। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আখাউড়া পৌঁছানোর আগে প্রায় দুই কিলোমিটার হেঁটে নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হবেন।

এর আগে ৮ ডিসেম্বর ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রার কর্মসূচি পালন করে বিএনপির এই তিন অঙ্গসংগঠন। দিল্লির অপপ্রচার বন্ধের দাবিতে আয়োজিত ওই পদযাত্রা নয়াপল্টন থেকে শুরু হয়ে রামপুরায় শেষ হয়। সেখানে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেন তারা।

সম্প্রতি আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও উসকানিমূলক অপপ্রচারের প্রতিবাদে বিএনপির তিন অঙ্গসংগঠন যৌথ এই লংমার্চ কর্মসূচি হাতে নেয়। 

নেতারা দাবি করেছেন, ভারতীয় আগ্রাসন প্রতিরোধে কর্মীদের প্রস্তুত থাকতে হবে।

বিএনপির নেতাকর্মীরা এই লংমার্চকে ভারতের আগ্রাসন এবং উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণের স্বার্থ রক্ষার আন্দোলন হিসেবে উল্লেখ করেছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের