বৃহস্পতিবার,

১২ ডিসেম্বর ২০২৪,

২৮ অগ্রাহায়ণ ১৪৩১

বৃহস্পতিবার,

১২ ডিসেম্বর ২০২৪,

২৮ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

নিজের কথা নয়, আমাদের দেশ ও মানুষের কথা ভাবতে হবে: তারেক রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৫৩, ১০ ডিসেম্বর ২০২৪

Google News
নিজের কথা নয়, আমাদের দেশ ও মানুষের কথা ভাবতে হবে: তারেক রহমান

নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে দলের ৬০ লাখ নেতা-কর্মী গায়েবি মামলা ও অত্যাচারের শিকার হয়েছে, সেই দলের ওপর এ দেশের মানুষ প্রত্যাশা রাখে। তাই আমাদের প্রস্তুত করতে হবে মানুষের জন্য। নিজের কথা নয়, আমাদের দেশ ও মানুষের কথা ভাবতে হবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লায় বিএনপি নেতা-কর্মীদের অংশগ্রহণে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। নগরের ঢুলিপাড়া এলাকায় অবস্থিত একটি বিনোদনকেন্দ্রের মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে কুমিল্লা বিভাগীয় (সাংগঠনিক) বিএনপি। এদিন বেলা ১১টার দিকে কর্মশালার উদ্বোধক হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আরও বলেন, বিএনপির ওপর মানুষের আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের। আর এ জন্য আমাদের ওঠাবসা, কাজকর্ম ও কথাবার্তা এমন হতে হবে, যাতে মানুষ আমাদের ওপর আস্থা ধরে রাখতে পারে। সবার প্রচেষ্টার মধ্য দিয়ে এ কাজ করতে হবে।

দেশের প্রতিটি খাতে জবাবদিহি থাকলে দেশ পরিবর্তন হয়ে যাবে উল্লেখ করে তারেক রহমান আরও বলেন, আমাদের প্রত্যাশা আগামীতে দেশের জনগণের জন্য একটি জবাবদিহিমূলক সরকার গঠন করা, যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। তাহলেই দেশের সমস্যাগুলো আমরা সমাধান করতে সক্ষম হব পর্যায়ক্রমিকভাবে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের