বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেছেন, বাংলাদেশের ওপর ভিসা ও এলসি বন্ধসহ সম্পর্কের অবনতিতে ভারতের দুর্ভিক্ষ ঠেকানো সম্ভব হবে না।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, ভারত নিজেদের স্বার্থেই বাংলাদেশে ষড়যন্ত্র করছে। হাসিনামুক্ত বাংলাদেশ গড়ার প্রেক্ষাপটে ভারতের কিছু সাংবাদিক মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেন তিনি।
গয়েশ্বর হুশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের মানুষের মনোভাব না বুঝলে ভবিষ্যতে ভারত-বাংলাদেশ সম্পর্ক সুখকর হবে না। তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দলের উচ্চাভিলাস জাতীয় ঐক্য ধরে রাখাকে কঠিন করে তুলছে।
রেডিওটুডে নিউজ/আনাম