জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চট্টগ্রাম আদালতের একজন আইনজীবীকে যারা খুন করেছে, বাংলাদেশের মানুষ তাদের মুখে চুনকালি লেপে দিয়েছে। তারা বলে দিয়েছে, এই খুনের বিচার হবে। কিন্তু নির্বিচারে সবারই আঘাত করা যাবে না। ভারত ইচ্ছা করেই পরিস্থিতি উত্তপ্ত করতে চাচ্ছে। তবে বাংলাদেশের মানুষ সেই ফাঁদে পা দেবে না।
শুক্রবার কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লায় ১৯ বছর পর দলটির এ সম্মেলন উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাছুম মিয়ার বাবা মুহাম্মদ শাহীন মিয়া।
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে স্বার্থ হাসিল করতে চায় অভিযোগ করে জামায়াত আমির বলেন, আমরা কাউকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাই না। সবার পরিচয় হবে বাংলাদেশি। ভারতের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা কোনো আগ্রাসন সহ্য করব না।
সমাবেশের প্রধান বক্তা কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ভারত আগ্রাসী আচরণ করলে বাংলাদেশের মানুষ সর্বশক্তি দিয়ে মোকাবিলা করবে।