বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ভারত সরকারের সবচেয়ে বড় ভুল, আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়েছে। তারা বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব চায় না। তারা লুটপাট চোরের দলকে বন্ধু বানিয়েছে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশি চেতনার জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এ সভার আয়োজন করে।
কেয়ামত পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব থাকার কথা ছিল উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, প্রতিবেশী দেশ হিসেবে আমাদের উত্ত্যক্ত করার কারণেই দু’দেশের বন্ধুত্ব নষ্ট হয়েছে। অবৈধ শাসক, স্বৈরাচার আওয়ামী লীগকে সমর্থন করতে গিয়ে তারা বাংলাদেশের ১৯ কোটি মানুষকে শত্রু বানিয়েছে।
হাফিজ উদ্দিন বলেন, শেখ হাসিনা নিজেকে ও নিজের দেশকে ধ্বংস করেছেন। তিনি বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকেও ধ্বংস করেছেন। একজন মহিলা এত নিষ্ঠুর হতে পারেন, মানুষ গুম ও হত্যা করতে পারেন, এত টাকা পাচার করতে পারেন। হাজার হাজার গায়েবি মামলা দিয়ে আমাদের নির্যাতন করেছেন হাসিনা।
তিনি বলেন, ‘হিন্দু-মুসলমানের দ্বন্দ্ব আওয়ামী লীগ সৃষ্টি করেছে। অথচ বাংলাদেশ তো ইসলামিক প্রজাতন্ত্র না, এ দেশ তো গণপ্রজাতন্ত্র। ভারতের বিজেপি নামের দলটি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে।