বৃহস্পতিবার,

০৫ ডিসেম্বর ২০২৪,

২১ অগ্রাহায়ণ ১৪৩১

বৃহস্পতিবার,

০৫ ডিসেম্বর ২০২৪,

২১ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৩, ৪ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৯:৩৪, ৪ ডিসেম্বর ২০২৪

Google News
দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি

দেশের সার্বভৌমত্বের প্রশ্নে অন্তর্বর্তী সরকারের সাথে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছে রাজনৈতিক দলগুলো। আজ (বুধবার, ৪ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে অংশ নিয়ে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন প্রস্তাব দেয় তারা।

সর্বদলীয় বৈঠকে অংশ নেয় বিএনপি, জামায়াতসহ বেশিরভাগ রাজনৈতিক দল। সন্ধ্যা সাড়ে ৬টায় বৈঠকটি শেষ হয়। তবে আজকের বৈঠকে আওয়ামী সমমনা কোনো দলই আমন্ত্রণ পায়নি।

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার, আগরতলায় সহকারী হাই কমিশনে ন্যাক্কারজনক হামলা এবং সংখ্যালঘু নির্যাতনের গুজব, এই তিনটি এজেন্ডায় করণীয় ঠিক করতে এবং জাতীয় ঐক্যের আহ্বানের অংশ হিসেবেই প্রধান উপদেষ্টা সর্বদলীয় বৈঠকের ডাক দেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ‘একটি মহল দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়।’

বৈঠক শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন উপদেষ্টাসহ বিভিন্ন রাজনীতিক দলের নেতারা।

আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা বাদে আজকের বৈঠকে সব রাজনৈতিক দল উপস্থিত ছিলো। নানান পথ-মত ও আদর্শের ভিন্নতা ছিলো। কিন্তু সবাই একত্রে বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ এবং ঐক্যমত জানিয়েছেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশকে আর দুর্বল ও নতজানু ভাবার অবকাশ নেই। দেশ ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশের সকল রাজনৈতিক দল ঐক‍্যবদ্ধ থাকার অঙ্গীকার করেছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলো একমত। অতিদ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। মানুষ নির্বাচনমুখী হলে কেউ ষড়যন্ত্র করতে পারবে না।’

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য ভারত অপপ্রয়াস ও অপপ্রচার চালাচ্ছে। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না। বাংলাদেশ ভালো না থাকলে ভারতও ভালো থাকবে না।’

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের