স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘সীমান্তে কোনও ধরনের আতঙ্কিত হওয়ার কিছু ঘটে নাই। আমরা সব সময় প্রস্তুত আছি যেকোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য।’
সোমবার দুপুরে রংপুর পুলিশ লাইনস অডিটরিয়ামে আইনশৃঙ্খলা কমিটির রুদ্ধদ্বার সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, সীমান্তের কিছু কিছু জায়গায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের কোনো কোনো এলাকায় নির্বাচন হচ্ছে। আমরা নির্বাচনের সময় অনেক জায়গা থেকে বিজিবি সরিয়ে নিয়েছি, সেইসব জায়গায় নতুন করে বিজিবি মোতায়েন করা হচ্ছে, অন্য কিছু নয়। তারপরও এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আলু উৎপাদনের বৃহৎ এলাকা এখন রংপুর অঞ্চল। গত দু’বছরে ভালো লাভ পাওয়ায় উৎপাদন এলাকা বাড়ছে। এই সুযোগে ব্যবসায়ীরা আলু বীজের দাম বাড়িয়ে দিয়েছে। আলুচাষীদের চেয়ে মধ্যস্বত্বভোগী ও ধনীরা আরও বড়লোক হতে চাচ্ছে। এটা যেন না হয়, সে ব্যাপারে আমাদের পদক্ষেপ নিতে হবে। এজন্য মোবাইলকোর্ট পরিচালনা করা হবে, যাতে কৃষকরা সঠিক দামে বীজ কিনতে পারে। বিএডিসি ও ব্র্যাক সাধারনত দেশে আলু বীজ সরবরাহ করে। যদিও প্রয়োজনের তুলনায় তা কম। সেজন্য এবারও নেদারল্যান্ড থেকে ৩ হাহার টন আলু বীজ আনা হয়েছে।
সারের কোনো সংকট নেই জানিয়ে তিনি বলেন, পর্যাপ্ত সার মজুদ রয়েছে। তারপরও কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ ফায়দা লুটতে চাইলে তাকে আইনের আওতায় আনা হবে।