বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪,

২০ অগ্রাহায়ণ ১৪৩১

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪,

২০ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন মির্জা আব্বাস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৭, ১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৪:২০, ১ ডিসেম্বর ২০২৪

Google News
একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন মির্জা আব্বাস

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার হাইকোর্টের রায় প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিএনপি নেতাদের মামলায় জড়িয়েছিল।

রোববার (১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অব্যাহত অপপ্রচারের ও সমালোচনা করেন তিনি। 

মির্জা আব্বাস বলেন, ন্যায় বিচারের সময় এসেছে, সব মিথ্যা মামলা থেকে বিএনপি খালাস পাবে। গত ১৫ বছরে সঠিক ইতিহাস ডাষ্টবিনে ফেলে দিয়েছে আওয়ামী লীগ। তারা ইতিহাস বিকৃত করেছে।

তিনি বলেন, স্বাভাবিকভাবে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লে দেশের অবস্থা আজ এমন হতো না। বিএনপি আশা করছে বর্তমান সরকারের হাত দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে। তবে বর্তমান সরকারকে বিব্রত করতে একটা অশুভ ষড়যন্ত্র চলছে। প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে অনেকে ভুল পথে নেয়ার চেষ্টা করলেও বিএনপি বর্তমান সরকারকে সঠিক পথে রাখার চেষ্টা করছে।

মির্জা আব্বাস বলেন, দেশে ও বিদেশ থেকে অনেকে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ট্যাগ দেয়ার চেষ্টা করছেন। বিএনপি ও আওয়ামী লীগ এক সঙ্গে যেতে পারে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে চোখ তুলে তাকিয়েছে ভারত।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের