শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

Radio Today News

জাতীয় ঐক্য ধরে রাখতে সজাগ থাকতে হবে: জামায়াত আমির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১৯, ২৯ নভেম্বর ২০২৪

Google News
জাতীয় ঐক্য ধরে রাখতে সজাগ থাকতে হবে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে শুধু পূর্ণ বয়স্করা যুদ্ধ করেনি, সবাই মিলে যুদ্ধ করেছে। আমাদের এই জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। কোনো ফাঁক দিয়ে যেন কেউ ঢুকে ঐক্য বিনষ্ট করতে না পারে, এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

শুক্রবার রাতে যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে পথসভায় এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে মজলুম দল ছিল জামায়াতে ইসলামী। তবে বিপ্লবের পরও আমরা উল্লাসে ফেটে পড়িনি। সবাইকে শান্ত থাকার নির্দেশ দিয়েছিলাম। দলের সর্বস্তরের নেতাকর্মী নির্দেশনা মেনে চলেছেন। দেশের কোনো প্রান্তের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আসেনি।

তিনি আরও বলেন, যারা আমাদের ওপর ফ্যাসিবাদের থাবা বিস্তার করেছিল, একনাগাড়ে সাড়ে ১৫ বছর তাণ্ডব চালিয়েছিল, খুন, গুম লুণ্ঠন করেছিল, তাদের আমরা ক্ষমা করব না। তাদের প্রত্যেকের অপরাধের বিচার করতে হবে।
 
জামায়াতকে নিষিদ্ধ করার প্রসঙ্গ টেনে দলটির আমির বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে জামায়াতকে নিষিদ্ধ করেছিল। পরে জামায়াত ও ছাত্রশিবিরকে দেশ থেকে নির্মূল করতে চেয়েছিল। যারা আমাদের নিষিদ্ধ করতে চেয়েছিল, সৃষ্টিকর্তা কার্যত এই জমিতে তাদের নিষিদ্ধ করে দিয়েছে। এতে আমাদের কোনো কৃতিত্ব নেই। সব কৃতিত্ব সৃষ্টিকর্তার। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের