শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

Radio Today News

আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩৩, ২৯ নভেম্বর ২০২৪

Google News
আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান

১০ বছর আগে গাজীপুরে করা বিস্ফোরক আইনের একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সঙ্গে একই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন গাজীপুর মহানগর যুবদলের সদস্যসচিব মাহমুদ হাসানসহ বিএনপি ও জামায়াতের ৬০ নেতা-কর্মী।

গতকাল বৃহস্পতিবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১–এর বিচারক রেহানা আক্তার এ আদেশ দেন। দীর্ঘ ১০ বছর শুনানি শেষে বিচারক গতকাল এ রায় ঘোষণা করেন।

এ নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় হওয়া তিনটি মামলা থেকে অব্যাহতি পেলেন তারেক রহমান। 

আদালত সূত্রে জানা গেছে, বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ও নাশকতার অভিযোগ এনে ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি জয়দেবপুর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) সৈয়দ আবুল হাসেম মামলাটি করেন। মামলার এজাহারে নাম না থাকলেও অভিযোগপত্রে তারেক রহমানকে আসামি করা হয়। এ মামলায় আটজন সাক্ষী সাক্ষ্য দেন। 

অভিযোগপত্রে বলা হয়েছে, দেশব্যাপী অবরোধ চলাকালে বিএনপি ও জামায়াত-শিবিরের ৫০-৬০ জন নেতা-কর্মী নাশকতার উদ্দেশ্যে তৎকালীন জয়দেবপুর থানাধীন সাইনবোর্ড এলাকার কুলিয়ারচর গার্মেন্টসের সামনে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। এতে বাসটিতে আগুন ধরে যায়।

আদালতের শুনানিতে বিবাদীপক্ষের আইনজীবী মো. সহিদউজ্জামান বলেন, এজাহারে তারেক রহমানের নাম ছিল না। আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জাহিদ আহসান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানের পরামর্শে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে এ মামলার চার্জশিটে তারেক রহমানকে জড়ানো হয়েছিল।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের