বৃহস্পতিবার,

২৮ নভেম্বর ২০২৪,

১৪ অগ্রাহায়ণ ১৪৩১

বৃহস্পতিবার,

২৮ নভেম্বর ২০২৪,

১৪ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

চীন সরকারের আমন্ত্রণে জামায়াত নেতৃবৃন্দের ঢাকা ত্যাগ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫৯, ২৮ নভেম্বর ২০২৪

Google News
চীন সরকারের আমন্ত্রণে জামায়াত নেতৃবৃন্দের ঢাকা ত্যাগ

চীন সরকারের আমন্ত্রণে বুধবার (২৭ নভেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশটির উদ্দেশে যাত্রা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।

দলে জামায়াতে ইসলামী, ছাত্রশিবিরের ১০ জন নেতাসহ আরও ৪টি ইসলামি দলের নেতা রয়েছেন। ১৪ সদস্যের এই দলের নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

প্রতিনিধি দলে রয়েছেন- বাংলাদেশ জামায়েত ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারি সেক্রেটারি জেনারেল যথাক্রমে মাওলানা এটিএম মাসুম, মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম, দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার শামসুল আরেফিন।

সফরে অন্যান্য ইসলামী দলের নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন খেলাফত মজলিসের নায়েবে আমির অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আবু জাফর কাসেমী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার। চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিমানে বুধবার (২৭ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে তারা ঢাকা ত্যাগ করেন।

আগামী ৫ ডিসেম্বর সফর শেষে তারা দেশে ফিরে আসবেন।

বিমানবন্দরে তাদেরকে বিদায় জানাতে ঢাকা মহানগরী দক্ষিণের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. কামাল হোসাইন, ড. মুহাম্মাদ আব্দুল মান্নান, মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসান ও মহানগরী দক্ষিণের সহকারী অফিস সম্পাদক আবদুস সাত্তার সুমন সহ নেতৃবৃন্দ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের