দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটি চট্টগ্রাম বিভাগের সদস্যরা। বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে আইনজীবী হত্যাসহ চলমান ঘটনা-প্রবাহ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন কমিটির নেতৃবৃন্দ। এতে চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদও জানিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ হাসান আলী। এ সময় উপস্থিত ছিলেন কমিটির কেন্দ্রীয় সদস্য সাগুপ্তা বুশরা মিশমা, চট্টগ্রামের সদস্য জাবেদ আরাফাত, মোহাম্মদ এরফানুল হক, মোসলেহ উদ্দিন খান, ইমন সৈয়দ, মোহাম্মদ সাঈদুর রহমান, অ্যাডভোকেট ইয়াসিন আরাফাত সাজ্জাদ, মুনতাসির মাহমুদ, আরিফ মঈনুদ্দীন, আদনান তাহসিন, এসএম মুশফিক হাসান প্রমুখ।
লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে দেশি বিদেশি বিভিন্ন চক্র দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে ষড়যন্ত্রে মেতেছে। ফেসবুকসহ অন্যান্য পরিসরে ফ্যাসিস্ট হাসিনার দোসররা বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে বিভিন্ন ষড়যন্ত্রও অব্যাহত রেখেছে। এই মুহূর্তে আমাদের সবাইকে খুবই সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, সে জন্য আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। অন্যথায়, দেশে বিদেশি ষড়যন্ত্রকারীরা সুযোগ নিয়ে আমাদের ঐক্য ভেঙে দিতে পারে।
তারা আরও বলেন, চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা বিক্ষোভকারীদের এই নারকীয় হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি। এই ঘটনা কোনোভাবে ধর্মীয় বিভেদ হিসেবে দেখার সুযোগ নেই। কিন্তু ষড়যন্ত্রকারীরা সেটাই প্রচারের চেষ্টা করছে। আমাদের হিন্দু-মুসলিম সবার সম্মিলিত দাবি হবে একটাই, আইনজীবী সাইফুল হত্যার বিচার করতে হবে।