বুধবার,

২৭ নভেম্বর ২০২৪,

১৩ অগ্রাহায়ণ ১৪৩১

বুধবার,

২৭ নভেম্বর ২০২৪,

১৩ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

ইসকনকে নিষিদ্ধ করতে হবে, সনাতন ধর্মাবলম্বীদেরনিরাপত্তা আমরা দেব: মামুনুল হক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪৮, ২৭ নভেম্বর ২০২৪

আপডেট: ১৯:৫৭, ২৭ নভেম্বর ২০২৪

Google News
ইসকনকে নিষিদ্ধ করতে হবে, সনাতন ধর্মাবলম্বীদেরনিরাপত্তা আমরা দেব: মামুনুল হক

ইসকনকে রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, ইসকন আমাদের দেশে শান্তি নষ্ট করার চেষ্টা করছে। দ্রুত ইসকনকে নিষিদ্ধ করতে হবে, অন্যথায় হেফাজত ইসলাম রাজপথে নামতে বাধ্য হবে। আর সনাতন ধর্মাবলম্বীদের আমরা নিরাপত্তা দেব।

আজ বুধবার বিকেলে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে খেলাফত মজলিশ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, বিগত জালিম সরকার নিজেদের লোকদের বিচার বিভাগ ও প্রশাসনে বসিয়ে ইচ্ছামত কাজ করেছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল বলেই ২০২৪ সালের আন্দোলনে জনরোষে পড়ে। শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। তিনি এ দেশের ব্যাংকগুলো শূন্য করে ফেলেছেন। আজ দেশের মানুষ ব্যাংকে গিয়ে টাকা পায় না। দেশের রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করে ফেলেছেন। তার পরেও তারা আবার রাজনীতি করার চেষ্টা করছে।

তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, আপনাদের নিরাপত্তা রাষ্ট্র দিতে ব্যর্থ হলে হেফাজত ইসলাম আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবে। ভয়ের কোনো কারণ নেই। তবে দেশের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হবেন না।

বর্তমান সরকারের উদ্দেশে মামুনুল হক বলেন, আপনাদের দীর্ঘ সময়ের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো হয়নি, দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা চায় না এ দেশের আলেম সমাজ নির্বাচনের দাবি নিয়ে রাজপথে নামুক।

মাওলানা আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা আকবর আলী, মাওলানা জালাল উদ্দিন আহমেদ, মুফতি শরাফত হোসেন প্রমুখ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের