চট্টগ্রাম জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের বিচার দাবি করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
নিহত আইনজীবী জামায়াতের রাজনীতিতে যুক্ত ছিলেন। সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে মঙ্গলবার চট্টগ্রামের আদালত থেকে কারাগারে নেওয়ার সময় পুলিশের গাড়ি আটকে দেয় তাঁর সমর্থকরা। তিন ঘণ্টা পর পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করতে গেলে, বিক্ষোভকারীদের হামলায় নিহত হন সাইফুল ইসলাম।
তাঁকে ‘প্রিয় দলীয় সহকর্মী’ উল্লেখ করে জামায়াতের আমির এই হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন সবার প্রতি।
বিবৃতিতে বলা হয়, যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় অপরাধ। একটি গোষ্ঠী স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করতে ক্রমাগত অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের অপচেষ্টা অতীতে যেমন ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে।
জামায়াত আমির বলেছেন, দেশের জন্য সাইফুল ইসলামের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। দলীয় সহকর্মী, ছাত্র-জনতা ও দেশপ্রেমিক জনগণের প্রতি যে কোনো উস্কানিকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।
রেডিওটুডে নিউজ/আনাম