বুধবার,

২৭ নভেম্বর ২০২৪,

১৩ অগ্রাহায়ণ ১৪৩১

বুধবার,

২৭ নভেম্বর ২০২৪,

১৩ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

আজ চিন্ময় কৃষ্ণের জামিন না হলে কারাগার অভিমুখে লংমার্চ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:১৪, ২৭ নভেম্বর ২০২৪

Google News
আজ চিন্ময় কৃষ্ণের জামিন না হলে কারাগার অভিমুখে লংমার্চ

সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আগামীকাল বুধবার (২৭ নভেম্বর) জামিন না হলে কারাগার অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়েছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতারা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের জরুরি সংবাদ সম্মেলনে জোটের নেতারা এ ঘোষণা দেন। একই সঙ্গে বিক্ষিপ্তভাবে আন্দোলন না করে সারাদেশে সম্মিলিতভাবে আন্দোলন করে স্বেচ্ছায় কারাবরণ করার ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি প্রসেনজিৎ হালদার বলেন, আমরা গতকাল সোমবার যে সমাবেশ করেছি সেখানে একদল দুষ্কৃতিকারী উগ্রবাদী লোক অমানবিকভাবে হামলা করেছে। এতে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ৩০ জন সমর্থক আহত হয়েছেন। এ সময় ২ জন নারী সমর্থককেও লাঞ্ছিত করা হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের