মঙ্গলবার,

২৬ নভেম্বর ২০২৪,

১২ অগ্রাহায়ণ ১৪৩১

মঙ্গলবার,

২৬ নভেম্বর ২০২৪,

১২ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

স্বৈরাচারের দোসরদের কর্মকাণ্ড থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৩, ২৬ নভেম্বর ২০২৪

Google News
স্বৈরাচারের দোসরদের কর্মকাণ্ড থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান

ষড়যন্ত্রকারীরা বসে নেই, স্বৈরাচারের দোসরদের কর্মকাণ্ড থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সিলেটে আয়োজিত দলটির ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, দেশে এতদিন কোন আইন ছিল না, তাই গণতন্ত্র চলার পথে বহুসময় বাধাগ্রস্ত হয়েছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এ গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা করতে হবে। জনগণের আস্থা বজায় রাখতে হবে।

এছাড়া নির্বাচিত সরকারকে জবাবদিহিতার মধ্যে থাকার পরামর্শও দিয়েছেন তিনি। 

তিনি আরো বলেন, বিএনপি নির্বাচিত হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করা হবে। পাশাপাশি জুলাই - আগস্টে শহীদদের তালিকা করা হবে।

তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে ও নেতাকর্মীদের জনসম্পৃক্তি বাড়াতে নানামুখী কর্মসূচির অংশ হিসেবে সিলেটে কর্মশালার আয়োজন করে বিএনপি।

মঙ্গলবার মহানগরীর শাহী ঈদগাহ’স্থ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সকাল ১০টা থেকে শুরু হয় কর্মশালাটি। এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যুক্তরাজ্য থেকে এ কর্মসুচিতে যুক্ত হন।

কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির সদস্য সচিব এবিএম মোশাররফ হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গউছ। কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহবায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল।

প্রশিক্ষণ টিমে আরও ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক এমপি রেহেনা আক্তার বানু।

এই কর্মশালার মাধ্যমে দলের আদর্শ, নীতি ও রাষ্ট্র সংস্কারে দেওয়া প্রতিশ্রুতি জনগণের কাছে আরো স্পষ্ট হবে বলে মত বিএনপি নেতাদের। এভাবেই নির্বাচন পর্যন্ত মাঠ দখলে রাখার বিভিন্ন কৌশল অবলম্বন করা হবে বলেও জানায় নেতারা।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের