মঙ্গলবার,

২৬ নভেম্বর ২০২৪,

১২ অগ্রাহায়ণ ১৪৩১

মঙ্গলবার,

২৬ নভেম্বর ২০২৪,

১২ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

সকল ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:১০, ২৬ নভেম্বর ২০২৪

Google News
সকল ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আগামী সাতদিনের জন্য 'জাতীয় ছাত্রসংহতি দিবস' ঘোষণা করেছেন। সোমবার (২৫ নভেম্বর) রাতে বাংলামোটরে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন।

আলোচনায় ১৮টি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনার আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল ঢাকার কলেজগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনে কীভাবে কার্যকর পদক্ষেপ নেয়া যায়। আলোচনায় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। 

হাসনাত আব্দুল্লাহ ছাত্র সংগঠনগুলোর মধ্যে ঐক্য জোরদারের আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদমুক্ত দেশ গঠনে জাতীয় ঐক্য অটুট রাখা জরুরি। তিনি আরও বলেন, আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। এটি শুধু জাতিকে আরও গভীর সংকটে ঠেলে দেবে।

তিনি বলেন, আমরা গত কয়েক দিন যাবত দেখছি আওয়ামী ফ্যাসিবাদীদের পুনর্বাসনে নানা ষড়যন্ত্র চলছে। এমনকি একইসময়ে বিভিন্ন প্রাতিষ্ঠানিক আন্দোলন শুরু হয়েছে। ছাত্র পরিচয়ে লুঙ্গি পরা ব্যক্তিরাও এসে শিক্ষার্থীদের পিটাচ্ছে, যাদেরকে যে কেউ দেখলেই বুঝতে সক্ষম তারা কারা।

সংহতি সপ্তাহ পালনের ঘোষণায় তিনি বলেন, আমরা দেখেছি রিকশাচালকদের আন্দোলনেও ছাত্রলীগ উসকানি দিয়েছে এবং সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে। তাই আজকে আমরা সকল ছাত্রসংগঠন একমত হয়েছি যে, আগামী এক সপ্তাহ আমরা ‘জাতীয় ছাত্রসংহতি সপ্তাহ’ পালন করবো।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের