রোববার,

২৪ নভেম্বর ২০২৪,

৯ অগ্রাহায়ণ ১৪৩১

রোববার,

২৪ নভেম্বর ২০২৪,

৯ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ ঘোষণার আহ্বান মঈন খানের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৪৮, ২৩ নভেম্বর ২০২৪

Google News
২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ ঘোষণার আহ্বান মঈন খানের

২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘২ মার্চ পতাকা দিবস’ ঘোষণার দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এ আহ্বান জানান। সমাবেশের আয়োজন করে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ নামে একটি সংগঠন।

ড. মঈন খান বলেন, “স্বাধীনতার ৫৩ বছর পরও কেন আমাদের জাতীয় পতাকা দিবস ঘোষণার দাবি জানাতে হবে, তা ভাবলে অবাক লাগে। ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে আ স ম আবদুর রব প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। তার সঙ্গে ছিলেন শাহজাহান সিরাজ, নূরে আলম সিদ্দিকী ও আব্দুস কুদ্দুস পাটোয়ারী। এ ঐতিহাসিক ঘটনাকে যথাযথ মর্যাদা দিতে এবং জাতীয়ভাবে স্বীকৃতি দিতে ২ মার্চকে জাতীয় পতাকা দিবস ঘোষণা করা উচিত।”

তিনি সরকারের উদ্দেশে বলেন, “যদি পূর্ববর্তী সরকার সঠিক ইতিহাস নির্ধারণে ব্যর্থ হয়ে থাকে, তবে বর্তমান সরকারের উচিত সঠিক ইতিহাস নির্ধারণ করে ২ মার্চকে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা দিবস হিসেবে পালন করা।”

বিএনপির অন্যতম সিনিয়র এ নেতা বলেন বলেন, ‘১৯৪৮ সালে ছাত্ররা রাষ্ট্রভাষা বাংলা চাই উচ্চারণের মধ্যে স্বাধীনতার বীজ বপন করেছিল। ১৯৫২ সালে ভাষা আন্দোলন দেখেছি, ১৯৬২ সালে শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন দেখেছি। সেদিন হামিদুর রহমানের শিক্ষানীতির বিরুদ্ধে ঢাকার রাজপথে হাজার হাজার ছাত্র আন্দোলন করেছিল।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের