রোববার,

২৪ নভেম্বর ২০২৪,

৯ অগ্রাহায়ণ ১৪৩১

রোববার,

২৪ নভেম্বর ২০২৪,

৯ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

বাহাত্তরের সংবিধানে জনআকাঙ্ক্ষা উপেক্ষিত হয়: জোনায়েদ সাকি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২৭, ২৩ নভেম্বর ২০২৪

Google News
বাহাত্তরের সংবিধানে জনআকাঙ্ক্ষা উপেক্ষিত হয়: জোনায়েদ সাকি

সংবিধান বদলানোর আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, বাহাত্তরের সংবিধানে জনআকাঙ্ক্ষা উপেক্ষিত হয়। ক্ষমতা কাঠামো পাকাপোক্ত করতেই সেটি তৈরি করা হয়েছিল। পঁচাত্তরের বাকশাল ছিল সেই সংবিধানের স্বৈরাচারী ক্ষমতাকাঠামোর ধারাবাহিকতা। 

শনিবার দুপুরে রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গণসংলাপে তিনি এ সব কথা বলেন। 

জোনায়েদ সাকি বলেন, এ রাষ্ট্রব্যবস্থা একটি ফ্যাসিস্ট ব্যবস্থা, সংবিধানকে ফ্যাসিস্ট-কর্তৃত্ববাদী শাসনের উপযোগী করে গড়ে তোলা হয়েছে। সেই ধারাবাহিকতায় ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনে বাকশাল ২.০ তৈরি করে গেছেন শেখ হাসিনা। তিনি গণতন্ত্রের মোড়কে বাকশাল চালানোর কৌশল এঁটেছিলেন। 

তিনি বলেন, পুলিশকে ঢেকে ফেলা হয়েছিল ঘুষ-দুর্নীতি দিয়ে। এ বাহিনীর সদস্যরা সেবা দেওয়ার পরিবর্তে বাণিজ্য করতেন, আয় কমে গেলে নিরীহ নাগরিকদের পকেটে মাদক ঢুকিয়ে চাঁদাচাজি করতেন, মামলা দিতেন। এভাবে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ও বাহিনী ধ্বংস করেছিল পতিত সরকার। এগুলো বদলাতে হবে, সংস্কার করতে হবে। দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে। এমন নির্বাচন ব্যবস্থা তৈরি করতে হবে যেন আর কেউ ভোটাধিকার কেড়ে নিতে না পারে। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের