শনিবার,

২৩ নভেম্বর ২০২৪,

৯ অগ্রাহায়ণ ১৪৩১

শনিবার,

২৩ নভেম্বর ২০২৪,

৯ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো গণতন্ত্র মুক্ত হয়নি: গয়েশ্বর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৭, ২৩ নভেম্বর ২০২৪

আপডেট: ১৯:৪৫, ২৩ নভেম্বর ২০২৪

Google News
দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো গণতন্ত্র মুক্ত হয়নি: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো গণতন্ত্র মুক্ত হয়নি। দীর্ঘ ১৬ বছরের দু:শাসন থেকে দেশ রক্ষা পেলেও সংকট কাটেনি। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৭ম খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ছাত্র-জনতা বিপ্লবে শুধু সরকার পরিবর্তন ছাড়া ‘অন্য কিছুই’ বদলায়নি দাবি করে তিনি বলেন, আমরা এই পরিবর্তনকে মনে ধারণ করে যদি পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিতে পারি তাহলেই তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর  বাংলাদেশ তৈরী সম্ভব। নতুন বাংলাদেশ তৈরীতে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।

গয়েশ্বর রায় আরও বলেন, বিগত দিনগুলোতে আমরা রাজপথে থেকেছি, রক্ত দিয়েছি, জেলে গিয়েছি, অনেক নেতাকর্মীও হারিয়েছি কিন্তু নিজেদেরকে খাঁটি সোনায় পরিণত করতে পেরেছি।

লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক জেলা বিএনপি অংশ নিচ্ছেন। ফুটবল খেলার এই অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিএনপি-র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন প্রমুখ।

এ টুর্নামেন্টের প্রতিটি আসরে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকছেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের