বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনের কোনো অধিকার নাই বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে এক সভায় গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সংবিধানে বিধান সংযোজন করার প্রস্তাবও দেন পার্থ।
তিনি বলেন, গণহত্যা চালানোর পরও যাদের কোন অনুশোচনা নাই, ক্ষমা চায় না, তারা কীভাবে রাজনীতি করতে চায়। মানুষ আওয়ামী লীগকে ঘর থেকে বের হতে দেবে না। তাদের ভোট চাওয়ার অধিকার নাই।
তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সংবিধানের বিধান থাকা উচিত। যেমনটা হয়েছে জার্মানিতে। মানুষের জন্য সংবিধান। সংবিধানের জন্য মানুষ নয়। যেই সংবিধানে মানুষকে রক্ষা করে না তা মানুষ ছুঁড়ে ফেলে দেবে। এটা প্রাসঙ্গিক হওয়া জরুরি। সংবিধান সংস্কার করতে হবে।
বিজেপি চেয়ারম্যান বলেন, সংবিধান সংস্কারের জন্য জনগণের সরকার প্রয়োজন। নির্বাচিত সরকারই কেবল সংবিধান সংশোধন করতে পারে। এসময় সংবিধানে সংশোধনের কয়েকটি প্রস্তাব রাখে বিজেপি।
সেগুলো হলো-
★সংবিধানে মুসলমানদের নবী মুহাম্মদ (সা.) কটূক্তি ঠেকাতে বিধান রাখতে হবে।
★ আগ্রহী ব্যক্তিদের জন্য ইসলামী আইন দ্বারা আলাদা আদালত থাকতে পারে।
★ আন্তর্জাতিক চুক্তির ব্যাখ্যা জনসম্মুখে প্রকাশের বিধান ও
★তত্ত্বাবধায়ক সরকার বিধান সংযুক্তি।
রেডিওটুডে নিউজ/আনাম