কোনো রাজনৈতিক দলের ডাকে ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে অংশ নেয় নাই মন্তব্য করে গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্বিচার গুলির প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল।
শুক্রবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সংগঠনটির চট্টগ্রাম জেলার সমাবেশে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ নির্বাচনে এলে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে জানিয়ে নুর বলেন, তাদের যারা পুনর্বাসনের পদক্ষেপ নিতে চায় তারাও ফ্যাসিবাদের দোসর। এমন উদ্যোগ নেওয়া হলে প্রয়োজনে আরও একটি বিপ্লব হবে। তাই আওয়ামী লীগ প্রশ্নে বিন্দুমাত্র ছাড় নয়, অবিলম্বে দলটিকে নিষিদ্ধ করতে হবে। এই দাবিতে প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশ করবো।
এসময় সংস্কার ব্যতীত কোনো নির্বাচন হতে দেওয়া হবে না মন্তব্য করে নূর বলেন, নির্বাচন কমিশন, জনপ্রশাসনসহ বিভিন্ন বিষয়ে সংস্কার প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের প্রতি সব দলের সমর্থন আছে। তাই এ সরকারের ম্যান্ডেট নাই তা বলা যাবে না। সবচাইতে বড় ম্যান্ডেট, ল্যান্ডস্লাইড বিজয় নিয়ে এ সরকার দায়িত্ব নিয়েছে।
সমাবেশে দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রেডিওটুডে নিউজ/আনাম