শনিবার,

২৩ নভেম্বর ২০২৪,

৮ অগ্রাহায়ণ ১৪৩১

শনিবার,

২৩ নভেম্বর ২০২৪,

৮ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

‘বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি-কোটি টাকা অপচয় করেছে’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩৬, ২২ নভেম্বর ২০২৪

Google News
‘বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি-কোটি টাকা অপচয় করেছে’

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি-কোটি টাকা অপচয় করেছে। শুধু ট্রেন নয় সব জায়গায় নেটওয়ার্ক বিস্তৃত করা হলেও, সুযোগ-সুবিধা এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে নজর দেয়া হয়নি। খবর বাসসের।

শুক্রবার দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিক কারখানা পরিদর্শন শেষে রেলপথ উপদেষ্টা তার বক্তব্যে এ সব কথা বলেন।

আওয়ামী সরকারের রেলওয়ে বিভাগের উন্নয়নের নামে ব্যাপক লুটপাটের অভিযোগ করে উপদেষ্টা বলেন, প্রয়োজন না থাকলেও ব্যক্তিকে খুশি করতে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে বাহারি রেলস্টেশন তৈরি করেছেন আওয়ামী রেল মন্ত্রণালয়ের মন্ত্রীরা। কর্ণফুলী টানেল ১০ হাজার কোটি টাকা ব্যয় করে নির্মাণ করেছে। অথচ ওই ট্যানেল দিয়ে কোন যানবাহন চলাচল করে না।

তিনি বলেন, যাত্রী সেবা বৃদ্ধি করতে রেলওয়ে বিভাগের উন্নয়নে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হবে। জনবল সংকটসহ রেলের উন্নয়নে নতুন করে পরিকল্পনা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে। দেশের জনগণের রেলওয়ে বিভাগের সেবার মান বৃদ্ধি করতে চিন্তা ভাবনা করা হচ্ছে। যাতে যাত্রীরা রেল ভ্রমণে উন্নত সেবায় সারা দেশে যাতায়াত করতে পারে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের