অন্তর্বর্ন্তী সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত থেকে সুযোগ নিয়ে তারা জনগণকে বিভ্রন্তি করার চেষ্টা করছে। এই দেশের জনগণ তাতে বিভ্রন্ত হবে না। জনগণ তাদের সমস্ত চক্রান্ত রুখে দেবে, তারা ফ্যাসিবাদকে কোনোদিন ফিরিয়ে আনবে না, তারা আধিপত্যকে মেনে নেবে না।
বুধবার (২০ নভেম্বর) বিকেলে ফেনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় মির্জা ফখরুল বলেন, পনের বছরে আওয়ামী লীগ যে জঞ্জাল সৃষ্টি করেছে, তারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসন ও অর্থনীতিকে ধ্বংস করেছে। তারা রাজনীতি ও অর্থনীতির কাঠামোকে ধ্বংস করে দিয়েছে। নিজেরা লুট করে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে। তাদের সেই জঞ্জালগুলো পরিষ্কার করুন এবং দ্রুত নির্বাচন দিন। নির্বাচন দিতে যত দেরি হবে সমস্যা তত বাড়বে।
ফখরুল আরও বলেন, আমরা কাউকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি। গণমাধ্যমে বিষয়টা সঠিকভাবে আসেনি। আমরা বলেছি, আওয়ামী লীগ রাজনৈতিক দল, নির্বাচন করবে কি করবে না তা নির্ধারণ করবে জনগণ। জনগণ সিদ্ধান্ত নেবে কারা রাজনীতি করবে, কারা করবে না। আমরা সেখানে কিছু না।
তিনি বলেন, আওয়ামী লীগের দস্যুরা পালিয়েছে। দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নতুন সরকার কাজ শুরু করেছে, রাতারাতি সব সম্ভব না। আমরা বলেছি নির্বাচনটা তাড়াতাড়ি করলে ভালো হয়। আমার ছেলেরা ভোট দিতে চায়, আমরা বুড়োরাও ভোট দিতে চায়। আমরা একটা সুন্দর দেশ গড়তে চাই।