শুক্রবার,

১৫ নভেম্বর ২০২৪,

৩০ কার্তিক ১৪৩১

শুক্রবার,

১৫ নভেম্বর ২০২৪,

৩০ কার্তিক ১৪৩১

Radio Today News

নতুন প্রস্তাবের সঙ্গে ৩১ দফা মিলে যাবে: ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:০১, ১৪ নভেম্বর ২০২৪

Google News
নতুন প্রস্তাবের সঙ্গে ৩১ দফা মিলে যাবে: ফখরুল

যুগপৎ আন্দোলনের শরিকদের মত নিয়েই রাষ্ট্র সংস্কারে ৩১ দফা দেয়া হয়েছিলো উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওই ৩১ দফার সঙ্গে নতুন প্রস্তাব মিলে যাবে।

বৃহস্পতিবার রাজধানীর বনানীতে লেকশোর হোটেলে বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারে মির্জা ফখরুল এসব কথা বলেন।

এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির নেতা শামা ওবায়েদ ও ফারজানা শারমিন পুতুলের সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। তেলাওয়াতের পর বাংলায় অনুবাদ করে শোনানো হয়।

বিএনপি মহাসচিব বলেন, ২০২৩ সালের ১৩ জুলাই অর্থাৎ প্রায় দুই বছর আগে বিএনপি যে রাষ্ট্র সংস্কার প্রস্তাব দিয়েছিলো তা আবার সবার সামনে তুলে ধরতেই এই আয়োজন।

তিনি আরও বলেন, ৩১ দফা শুধু বিএনপির নয়, যুগপৎ আন্দোলনের শরিকদের মত নিয়েই এই রাষ্ট্র সংস্কার প্রস্তাব দেয়া হয়। নতুন যে প্রস্তাব দেয়া হবে, এর সঙ্গে ৩১ দফা মিলে যাবে, মিলতে হবেই। কেননা, এটা জাতিকে এগিয়ে নেয়ার ভাবনা থেকেই করা হয়েছে। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের