গণহত্যা চালানোর পরও ফ্যাসিবাদী শক্তি কীভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় ও রাজনীতি করার সাহস দেখায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে আসে বিএনপির একটি প্রতিনিধি দল। এসময় আহতরা বিএনপির কাছে সহযোগিতা প্রত্যাশা করেন। পরে বিএনপির পক্ষ থেকে ৫ লাখ টাকার অনুদান দেয়া হয়।
সালাহউদ্দিন আহমেদ জানান, এর আগেও বিএনপি কয়েক দফা আহতদের আর্থিক সহযোগিতা করেছে। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে পুনর্বাসন করার।
এসময় সরকারকে উন্নত চিকিৎসার জন্য আহতদের বিদেশে নেয়ার পরামর্শ দেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
রেডিওটুডে নিউজ/আনাম