বৃহস্পতিবার,

১৪ নভেম্বর ২০২৪,

৩০ কার্তিক ১৪৩১

বৃহস্পতিবার,

১৪ নভেম্বর ২০২৪,

৩০ কার্তিক ১৪৩১

Radio Today News

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রোজি কবির মারা গেছেন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:১৪, ১৩ নভেম্বর ২০২৪

Google News
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রোজি কবির মারা গেছেন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য বেগম রোজি কবির মারা গেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।বুধবার (১৩ নভেম্বর) ভোর ৫টায় ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, দীর্ঘদিন ধরে লিভারজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে, অসংখ্য শুভানুধ্যায়ী, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। 

বেগম রোজি কবির চট্টগ্রামের উত্তর হালিশহরের প্রখ্যাত জমিদার পরিবার আজগর আলী চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বড় ভাই, সাবেক ডেপুটি স্পিকার ও পরিকল্পনামন্ত্রী ব্যারিস্টার সুলতান আহমেদের হাত ধরে তিনি রাজনীতিতে যোগ দেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে থাইল্যান্ড, চীন, ভারত, শ্রীলঙ্কা, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফর করেন। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদ, বিমস্টেক এবং সার্ক সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। 

রাজনৈতিক জীবনে বেগম রোজি কবির জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম নগর কমিটির সভাপতি, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। 

চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা ইদ্রিস আলী জানিয়েছেন, বেগম রোজি কবিরের মরদেহ ঢাকা থেকে চট্টগ্রামে নেওয়ার পর জানাজার সময় নির্ধারণ করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের