বৃহস্পতিবার,

০২ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

০২ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

Radio Today News

সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ ও সিরাজুল ইসলাম গ্রেপ্তার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৯, ১১ নভেম্বর ২০২৪

Google News
সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ ও সিরাজুল ইসলাম গ্রেপ্তার

বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার রাত ৯টার দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা ওরফে ডলার সিরাজকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শম্ভুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

শম্ভুর বিরুদ্ধে ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হতাহতের ঘটনায় অনেকগুলো মামলার আসামি তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর অর্থ ও সম্পদ করাই ছিল দুরন্ত নেশা। ১৫ বছরে তিনি ও তার সহযোগীরা হয়েছেন বিত্তশালী। ১৯৯১ থেকে ২০২৩ সালে সাতবার তিনি মনোনয়ন পেয়ে পাঁচবারই হন সংসদ সদস্য। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান।

এদিকে নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা ওরফে ডলার সিরাজকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ সন্ধ্যায় রাজধানীর আসাদগেট এলাকার পিপলস ইউনিভার্সিটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, ছাত্র–জনতা তাকে আটকে রেখে সেনাবাহিনী ও পুলিশকে খবর দেয়। এরপর যৌথ বাহিনী গিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের ফতুল্লার একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে। 

সিরাজুল ইসলাম নরসিংদী-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের