আগামী তিনদিনের মধ্যে মোস্তফা সরয়ার ফারুকীকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণের আল্টিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
আজ সোমবার (১১ নভেম্বর) রাজু ভাস্কর্যের সামনে এ আল্টিমেটাম দেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, যাদের জুলাই-আগস্ট আন্দোলনের প্রতি সমর্থন ছিল না, তারা কিভাবে অন্তর্বর্তী সরকারে জায়গা পেয়েছে। এই লোকগুলো জুলাই-আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সমর্থন দিতে গণভবনে ছিলো।
শিক্ষার্থীদের দাবি, ২৪ এর আন্দোলনের সঙ্গে ছিল না তারা সরকারে থাকতে পারবে না। এই সরকারে আওয়ামী লীগের কোন দোসর থাকতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন শপথ নেওয়া ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা সরয়ার ফারুকীকে দ্রুত অপসারণ করতে হবে।