শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

Radio Today News

দলীয় পদ ফিরে পেলেন বিএনপির শামা ও কৃষকদলের বাবুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:০০, ১০ নভেম্বর ২০২৪

Google News
দলীয় পদ ফিরে পেলেন বিএনপির শামা ও কৃষকদলের বাবুল

বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ ফিরে পেয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ। একই সঙ্গে কৃষকদলের সাধারণ সম্পাদক পদসহ বিএনপির সকল পর্যায়ের পদ ফিরে পেয়েছেন শহিদুল ইসলাম বাবুল।

আজ রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদের প্রাথমিক সদস্য পদসহ বিএনপির সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আজ তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের কৃষকদলের সাধারণ সম্পাদক পদসহ বিএনপির সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আজ তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।’

এর আগে গত ২১ আগস্ট ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে’ তাদের দুজনের দলের প্রাথমিক পদসহ সকল পদ স্থগিত করা হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের