বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

Radio Today News

জাতীয় ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদী চক্র রুখতে হবে: জামায়াত সেক্রেটারি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:০৬, ১০ নভেম্বর ২০২৪

আপডেট: ২১:০৮, ১০ নভেম্বর ২০২৪

Google News
জাতীয় ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদী চক্র রুখতে হবে: জামায়াত সেক্রেটারি

শেখ হাসিনা বিদেশে বসে নানা ষড়যন্ত্র করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তাদের ফ্যাসিবাদীদের সব ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে প্রতিবিপ্লবের মাধ্যমে ক্ষমতায় ফিরতে চাচ্ছে পতিত সরকার। দেশবাসীকে ৫ আগস্টের চেতনায় জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এ অপশক্তিকে রুখতে হবে।

আজ রোববার খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটি হয়েছে। কিন্তু অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের আগে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু জায়গায় সংস্কার প্রয়োজন। পুলিশ, বিচার বিভাগ, সংবিধান ও প্রশাসনের মৌলিক সংস্কার ছাড়া এগোনো সম্ভব নয়।

খুলনা প্রেস ক্লাবের মতো একটি দলমতের ঊর্ধ্বে থাকা প্রতিষ্ঠানে হামলায় বিস্ময় প্রকাশ করেন গোলাম পরওয়ার। তিনি জানান, খুলনা প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নের স্বার্থে সরকারি অনুদানে বড় প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। প্রায় ৫০ কোটি টাকার এ প্রকল্প অনুমোদনের জন্য প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটিকে সর্বোচ্চ সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের